Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতিতে সৎ হলে জয়ী হতে পারবেন : এরদোগান

রাজনৈতিক ইসলাম প্রতিরোধের ঘোষণা ম্যাকরনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রথমেই রাজনীতিতে সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। খবর ডেইলি সাবাহ। শনিবার আঙ্কারার কিজিলকাহামাম জেলায় বিচারপতি ও উন্নয়ন পার্টির (একে পার্টির) একটি বৈঠকে এরদোগান বলেন, প্রথমেই রাজনীতিতে সৎ হতে শেখেন, তা ছাড়া জয়ী হতে পারবেন না, ম্যাক্রোকে উপদেশ দিয়ে বলেন এরদোগান। তিনি বলেন, আর্মেনিয়ার বিষয়টি গণহত্যাও ছিল না, আবার বড় একটি দুর্যোগও ছিল না, যা এক শতাব্দী আগে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছিল। এরদোগান বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে- ইউরোপ, আমেরিকা, উত্তর আফ্রিকা, ককেশাসজুড়ে লাখ লাখ আর্মেনিয়ান বাস করত না। তিনি বলেন, বলকান যুদ্ধের সময় ২০ লাখ বেসামরিক তুর্কি মানুষ নিহত হয়েছেন, যেখানে রাশিয়ান ও আর্মেনিয়ান আক্রমণের সময় পূর্ব ও দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায় ২০ লাখ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছিল। এতকিছুর পরও ২৪ এপ্রিলকে তথাকথিত আর্মেনিয়ান গণহত্যা ঘোষণা করায় এরদোগান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করেন। এরদোগান এ সময় ম্যাক্রোকে ঔপনিবেশিক যুগে ফরাসি সেনাদের দ্বারা সংঘটিত গণহত্যার ওপর মনোযোগ দেয়ার পরামর্শ দেন। এর আগে হুররিয়াত ডেইলি নিউজ জানায়, রাজনৈতিক ইসলামকে উৎখাতের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি বলেন, এটা অবশ্যই হুমকি। তারা প্রজাতন্ত্র থেকে বিচ্ছিন্ন হতে চায়। বৃহস্পতিবার এলি প্রাসাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক ইসলাম প্রজাতন্ত্র থেকে বিচ্ছিন্ন হতে চায়। কাজেই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে সরকারকে। ফ্রান্সে গত তিন মাস ধরে ইয়েলো ভেস্ট আন্দোলন চলছে। এই বিক্ষোভের জবাবে নিজের অবস্থা পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলন করেন ম্যাকরন। তিনি বলেন, যারা ধর্মের নামে রাজনৈতিক প্রকল্প হাতে নিয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। কাজেই এসব প্রকল্পে বিদেশ থেকে আসা তহবিলের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে হবে। ১৯০৫ সালের ধর্মনিরপেক্ষ আইন ফ্রান্সে কার্যকর আছে জানিয়ে তিনি আরও বলেন, কাজেই তা বাস্তবায়ন অব্যাহত থাকবে। কখন ধর্মনিরপেক্ষতা নিয়ে আমরা কথা বলব, তা অবশ্যই গোপন করা হবে না। সত্যিকারভাবে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করবো না। প্রতিবেশী বিভিন্ন প্রজাতান্ত্রিক দেশে কার্যকর থাকা সাম্প্রদায়িক সম্পর্ক নিয়ে আলোচনা করবো। আনাদোলু, ইয়ানি শাফাক, হুররিয়াত ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ