Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’একজন শপথ নিলে বিএনপির কোনো ক্ষতি হবে না

শেরে বাংলা নগরে ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

বিএনপি থেকে দু’একজন শপথ নিলেও তাতে দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমটিরি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি বটগাছের মতো। এখান থেকে দু’একটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না। জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে হুদা মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটরে মন্ত্রীরা এই বিএনপি ভাঙার চেষ্টা করেছিল। তারা পারে নাই, এরপর ওয়ান ইলেভেনের সময়ে চেষ্টা করছিলো। সে সময়ও পারে নি। এখনো কেউ কোন ক্ষতি করতে পারবে না। গতকাল (শনিবার) রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী তাঁতীদলের নতুন কমিটির নেতাদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, দু’একজন শপথ নিলো, কি নিলো না এটা এত বড় দলের জন্য তেমন কোন বিষয় না। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছে আমরা আমাদের গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তিনি বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্তে¡ও একদিকে জামিন দিচ্ছে না, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে। এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লাহর মৃত্যুর খবরে বলেন, মাহফুজউল্লাহকে হারিয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কী দিয়ে পূরণ হবে তা আমি জানি না। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন তিনি। তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক প্রফেসর বাহাউদ্দিন বাহার, ড. কাজী মনিরুজ্জামান মনির, আবদুল মতিন চৌধুরী, শেখ মো. ইউনুস, জাহাঙ্গীর আলম মিয়াজী, মো. সহিদ উল্লাহ, মো. গোলাম মাওলা খান বাবলু, মঞ্জুর মোরশেদ চৌধুরী, মো. বাশারুল আলম কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ