Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহিদুর রহমানের শপথ গ্রহণের ইস্যুতে সরব সোশ্যাল মিডিয়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ৩:৪০ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। বৃহস্পতিবার ১১টায় দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ গ্রহণ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির এই নেতা শপথ নেয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন। দলীয় সিন্ধানের বাইরে গিয়ে জাহিদুর রহমানের শপথ গ্রহণের ইস্যুতে সরব হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

শপথ গ্রহণের খবর গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ফেইসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের বার্তা প্রধান প্রবাস আমিন তার ফেইসবুক ওয়ালে লিখেন, ‘আট সদস্যের ঐক্যফ্রন্টের ঐক্যে ফাটল ধরেছিল আগেই, ছয় সদস্যের বিএনপিও এক থাকতে পারলো না। দুঃখজনক।’

‘ওরা বিএনপির নেতা কিন্তু দলের প্রতি আনুগত্য নেই। এটাই বিএনপির সমস্যা।’ মন্তব্য করেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান।

কানাডিয়ান প্রবাসী শামসুল এইচ খান লিখেন, ‘ঠাকুরগাঁও ৩ আসনের বিএনপির সাংসদ জাহিদুর রহমানের শপথ নেওয়ার মাধ্যমে জাতীয় সংসদ সর্বদলীয় ও পূর্ণতা লাভ করল। অভিনন্দন সকল সাংসদের।’

নিউজটি শেয়ার করে মুক্তিযোদ্ধা এসকে এমডি কাসেম টুইটারে লিখেন, ‏‘দলকে পাত্তা না দিয়ে শপথ নিলেন বিএনপির প্রথম এমপি।’

‘ওদের জন্য বিএনপির এই অবস্থা।’- ইউটিউবে এই নিউজের ভিডিওতে মন্তব্য করেন রহমান আশিকুর।

সাংবাদিক মাহবুব আলম সোহাগ তার ফেইসবুক পেইজে নিউজটি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘এবার তার প‌রিবা‌রের লোকজন বল‌তে পার‌বে জা‌হিদ সা‌হেব এম‌পি ছি‌লেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ