Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরার মহম্মাদপুরে ইভটিজিং এর দায়ে তিন যুবকের কারাদণ্ড

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৩:৪৫ পিএম

মাগুরার মহম্মাদপুরের রাজাপুর রাজপাঠ আর এস এ দাখিল মাদরাসার চার ছাত্রীকে মটর সাইকেল আরোহী তিন যুবক ইভটিজিং করলে তাদেরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে স্বাধীন মোল্লা(২২), রহিম মিয়া(২৩) ও জনি শেখ(২২)। সাজাপ্রাপ্ত স্বাধীন ও রহিম মিয়াপানিঘাটা এলাকার নিটুল মোল্লার ও রহমান মিয়ার এবং জনি শেখ নড়াইল জেলার কালীগঞ্জ এলাকার আনিস শেখের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় মহম্মাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিকুর রহমান এ দণ্ডাদেশ দেন। মহম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, মাদরাসা ছুটি শেষে চার মাদরাসা ছাত্রী বাড়ী ফেরার পথে রাজপাঠ মধ্যপাড়া ঈদগাহ এলাকায় পৌছিলে দণ্ডপ্রাপ্ত তিন যুবক মটর সাইকেল থেকে ছাত্রীদের ওড়না টেনে ধরলে দুই ছাত্রীর সাথে উক্ত তিন যুবক পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ