Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনারা শান্তি ও উন্নয়ন ভালোবাসে : জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং বলেছেন, চীনারা শান্তি ভালোবাসে। কাজেই কোনো দেশের উচিত নয়, অন্যকে শক্তি দেখিয়ে ভয় প্রদর্শন করা। মঙ্গলবার চীনের নৌবাহিনীর ৭০ বছর পূর্তির সামরিক মহড়ার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। বন্দরনগরী কুইংডাওতে বিদেশি নৌ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, বিশ্বের নৌবাহিনীগুলোর উচিত সমুদ্রে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা জেঁকে ধরলে তিনি বলেন, চীনারা দীর্ঘস্থায়ী শান্তি ও উন্নয়ন ভালোবাসে। আমাদের উচিত পরস্পরকে সমান মর্যাদায় দেখা। এদিকে নৌমহড়ায় অংশ নিতে চীনের বন্দরনগরী কুইংডাওতে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানসহ বেশ কয়েকটি দেশের যুদ্ধজাহাজ পৌঁছে গেছে। আঞ্চলিক উত্তেজনা ও সংশয় থাকলেও দেশটিতে রোববার শুভেচ্ছা সফরে গেছে এসব জাহাজ। নৌমহড়ায় পারমাণবিক ডুবোজাহাজ, ডেস্ট্রয়ারসহ নতুন অস্ত্র প্রদর্শন করবে চীন। বেইজিং জানিয়েছে, এক ডজনেরও বেশি দেশের যুদ্ধজাহাজ এ প্রদর্শনীতে অংশ নেবে। মহড়ায় অংশ নেবে এমন ১৩ দেশের নাম পাওয়া গেছে। সীমান্তের বিতর্কিত ভূমি নিয়ে চীনের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন রয়েছে। এ ছাড়া ভারতের চিরবৈরী পাকিস্তানকে সবসময় সমর্থন জানিয়ে আসছে চীন। কিন্তু একটি রসদ জাহাজসহ শত্রুপক্ষের চোখ ফাঁকি দিতে সক্ষম গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস কলকাতাকে মহড়ায় অংশ নিতে পাঠিয়েছে ভারত। কুইংডাওতে নামার পর ক্যাপ্টেন আদিত্য হারা বলেন, আমাদের নির্মিত সবচেয়ে ভালো জাহাজের একটি এখানে নিয়ে এসেছি। এটি আমাদের দেশ ও নৌবাহিনীর গর্ব। এখানে এসে আমরা গর্বিত। সিনহুয়া, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ