পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের নাম মামুনুর রশিদ (১০), তার পিতার নাম মোফাজ্জল হোসেন ও টুনি আক্তার (৮), তার পিতার নাম মো: জাহাঙ্গীর আলম। নিহত মামুনুর রশিদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রগুনাথপুর গ্রামে এবং টুনি আক্তারের বাড়ি নেত্রকোনা জেলায়। তারা স্থানীয় লুৎফর এবং লতিফের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়রা জানায়, দুপুরে মামুনুর রশিদ ও টুনি আক্তার স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে তারা গভীর পানিতে ডুবে যায়। তারা বাসায় ফিরতে দেড়ি হওয়ায় স্বজনরা খোঁজাখুজি শুরু করে। পরে ওই পুকুরে নেমে খোজাখুজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়। তাদের লাশ দেখে সহপাটি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।