গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার কিছু বেশি সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই ফায়ার সার্ভিসের একে একে ১৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করে। যা নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৩৫ মিনিটে। তবে এর আগেই আগুনে পুরে গেছে বাজারে প্রায় ২৫০ দোকান
ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় ১২টার দিকে একটি মাদ্রাসায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।