বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবনসহ দুই নারী মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডণ্প্রাপ্ত ফাতেমা বেগম (৩০) খুলনার ডুমুরিয়া উপজেলার সাইজারা গ্রামের মৃত আবদুস সত্তারের স্ত্রী। তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। তাঁর সহযোগী ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহশংকর গ্রামের মৃত আবদুল হকের স্ত্রী পিয়ারা বেগমকে (৪০) দুই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দ-প্রাপ্ত ফাতেমা আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন পিয়ারা বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের বিকনা এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৫ আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। চার জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।