বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির অমানবিক ও বর্বোচিত হত্যাকাÐের প্রতিবাদে গতকাল দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন ফেনী আলীয়া (অনার্স) মাদরাসার ছাত্র শিক্ষক।
এই সময় বক্তব্য রাখেন ফেনী আলীয়া (অনার্স) মাদরাসার প্রিন্সিপাল মাও মো. মাহমুদুল হাছান। তিনি বক্তব্যে বলেন, মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে যারা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে আর কোন নুসরাতকে এভাবে অকালে দুনিয়া থেকে চলে যেতে না হয়। নুসরাত হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এ সময় আরো বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, ফেনী আলীয়া (অনার্স) মাদরাসার সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া, অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আতিক উল্লাহ নুসরাত রাফির আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।