Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুদানের সামরিক শাসককে সউদী সমর্থন, সহায়তার ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সুদানের অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদের নেয়া পদক্ষেপগুলোর প্রতি সমর্থন জানিয়েছে সউদী আরব।
শনিবার এক বিবৃতিতে সউদী নেতৃবৃন্দ সুদানের জনগণ ও সামরিক পরিষদের প্রতি নিজেদের সমর্থনের কথা জানায়।
সউদী আরবের প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, সউদী আরব জানিয়েছে- সুদানি জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ যেসব উদ্যোগ নিয়েছে, তার প্রতি রিয়াদের সমর্থন রয়েছে। এসময়ে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে সুদানি ভাইদের প্রতি আহ্বান জানিয়েছে সউদী কর্তৃপক্ষ।
এছাড়া সুদানি জনগণকে পেট্রোলিয়াম পণ্য, গম ও ওষুধসহ মানবিক সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
এদিকে অস্থায়ী বেসামরিক সরকার গঠন করতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সুদানের নতুন সামরিক শাসক। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশির সরকারকে পুরোপুরি উচ্ছেদের প্রতিশ্রুতি দিয়েছেন।
লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদের রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ দুই বছর ক্ষমতায় থাকবে। কিন্তু বিক্ষোভকারীরা আরও দ্রুত পরিবর্তন দাবি করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ