Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোলবলের ফাইনাল শুক্রবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৯:০৭ পিএম

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অষ্টম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপের রোলবল প্রতিযোগিতার ফাইনাল শুক্রবার। এদিন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স প্রতিযোগিতার পুরুষ বিভাগে দু’টি সেমিফাইনাল শেষে বিকালে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা। এর আগে বৃহস্পতিবার বিকালে একই ভেন্যুতে প্রতিযোগিতার চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম কোয়ার্টার ফাইনালে সুন্দরবন স্কেটিং ক্লাব ৫-০ গোলে দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। শেষ আটের দ্বিতীয় ম্যাচে স্পীড স্কেটিং ক্লাব ২-০ গোলে মতিঝিল স্কেটিং ক্লাবকে হারিয়ে সেমিতে উঠে। এদিকে রোলবলের মহিলা বিভাগের ফাইনালে উঠেছে লেজার স্কেটিং ক্লাব ও দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসেসিয়েশন। বুধবার রাতে চার দলের লিগ পদ্ধতির খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এ দুই দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ