Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আরেকটি রোলবল বিশ্বকাপ ঢাকায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ২০১৭ সালে ঢাকায় প্রথমবার আয়োজন করেছিল রোলবল বিশ্বকাপের। সেটা ছিল টুর্নামেন্টের চতুর্থ আসর। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ও মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হয়েছিল চতুর্থ রোলবল বিশ্বকাপের খেলা। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দু’টি বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজক হয়েছিল। ২০১১ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে এবং ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এককভাবে স্বাগতিক ছিল তারা। ক্রিকেটের পর একমাত্র রোলার স্কেটিং ফেডারেশনই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ছয় বছর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে ফের ঢাকায় বসবে রোলবল বিশ্বকাপের আসর। এ প্রসঙ্গে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান গতকাল বলেন, ‘আমরা পুনরায় বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ আয়োজনের সময়সূচি ঠিক হলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা চাই গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে আমরা সেভাবে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ করবো।’ গত আসরের চেয়ে এবার বিশ্বকাপের কলেবর বাড়ছে। টুর্নামেন্টের গত আসরে স্বাগতিক বাংলাদেশসহ ৩৯টি দেশ খেললেও আসন্ন আসরে খেলবে ৫০ দেশ। পুরুষ ও নারী দুই বিভাগেই অনুষ্ঠিত হবে খেলা। খেলোয়াড় সংখ্যাও আগের টুর্নামেন্টের চেয়ে বাড়বে কয়েকশ। গত আসরে দু’টি ভেন্যুতে হলেও এবার তিনটি ভেন্যুতে হবে খেলা। ভেন্যুগুলো হচ্ছে- শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।

এদিকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ভিন্নতা পাবে। এদিন শহীদ শেখ রাসেলের জন্মদিনে এই কমপ্লেক্সে হবে শেখ রাসেল জাদুঘর। কমপ্লেক্সের এক পাশে থাকবে ডরমেটরি এবং পার্কিং ব্যবস্থা। শেখ রাসেলের জন্মদিনে ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন বলে জানান আহমেদ আসিফুল হাসান। তিনি বলেন, ‘শেখ রাসেলের জন্মদিনের দিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কমপ্লেক্সের নতুন কর্মকাণ্ডের উদ্বোধন করার সদয় সম্মতি দিয়েছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরেকটি রোলবল বিশ্বকাপ ঢাকায়

৩০ সেপ্টেম্বর, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ