Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রোলবলে সেরা লেজার স্কেটিং ক্লাব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৯:০৩ পিএম

অষ্টম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপের রোলবল প্রতিযোগিতার পুরুষ ও নারী দু’বিভাগে সেরার খেতাব জিতেছে লেজার স্কেটিং ক্লাব। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে নারী বিভাগের ফাইনালে লেজার স্কেটিং ক্লাব ১-০ গোলে দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশনকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তুবা। একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনালে লেজার স্কেটিং ক্লাব ২-০ গোলে সুন্দরবন স্কেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের হয়ে গোল দু’টি করেন নওসিফ হোসেন ও মেহেদি হাসান। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। এসময় ফেডারেশনের সহ-সভাপতি মো: শহিদুল্লাহ, মো: কামাল হোসেন এবং যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম, জুম্মন রাজ ও কোষাধ্যক্ষ মো: ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারের জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপে দেশের ২৭টি স্কেটিং ক্লাব, ২০ জেলা ও অ্যাসোসিয়েশনের প্রায় এক হাজার স্কেটার অংশ নেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোলবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ