Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেবিল টেনিসে রুমির দ্বিমুকুট জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৯:০২ পিএম

উইজডম অ্যাট্রায়ার্স জাতীয় সিনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতার দ্বিমুকুট জিতেছেন বাংলাদেশ আনসারের মৌমিতা আলম রুমি। নারী একক ও দ্বৈতে দু’টি শিরোপাই জিতে নেন তিনি। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে রুমি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ সেটে সেনাবাহিনীর সালেহা সেতুকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। নারী দ্বৈতে আনসারের রুমি ও সোনম সুলতানা সোমা ৩-০ সেটে সেনাবাহিনীর সালেহা সেতু ও মাহিকে হারিয়ে শিরোপা জিতে নেন। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে পুরুষ এককেও। সেই সঙ্গে আরও একজন নতুন চ্যাম্পিয়নকে পেল বাংলাদেশ টিটি। ফাইনালে অভিজ্ঞ মানস চৌধুরীকে ৪-৩ সেটে হারিয়ে ক্যারিয়ারে প্রথম এককের শিরোপা জিতলেন পাললিক গ্রুপের হৃদয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব ড. জাফর উদ্দিন। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, ফেডারেশনের সহসভাপতি খোন্দকার হাসান মুনীর ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেবিল টেনিস

১৮ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ