Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক্তারের ওপর হামলা লালমোহন হাসপাতালে রোগীর মৃত্যু

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ভোলার লালমোহন হাসপাতালে রোগীর মৃত্যু কেন্দ্র করে ডাক্তারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ৩ টার দিকে হাসপাতালেই হামলার শিকার হয় মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, লালমোহন সাতবাড়িয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের স্ত্রী হাসান ভানু স্ট্রোক করলে তাকে দুপুর সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে তাকে ভোলা রেফার্ড করে ছাড়পত্র দিয়ে দেন।
কিন্তু রোগীর স্বজনরা রোগীকে আপাতত লালমোহন হাসপাতালে রাখতে চাইলে ডাক্তার রিক্সবন্ডে সই নেয়। এরপর বেলা পৌনে ৩টার দিকে রোগীর অবস্থা খারাপ হয়ে হাসপাতালেই মৃত্যু হয়। মৃত্যুর আগে ডাক্তারকে ডাকলে তিনি আসেননি বলে রোগীর স্বজন সাইদুল ইসলাম মাসুদ অভিযোগ করেন। পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা ডা. আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলা করে। খবর পেয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর ফোর্স নিয়ে হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, ছাড়পত্র দিয়ে দেয়ার পরও রিক্সবন্ডে সই দিয়ে রোগী রাখা হয়েছে। তার মৃত্যুর জন্য আমাদের কোন অবহেলা নেই। কিন্তু এরপরও হামলার ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ