Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ওয়েব সিরিজে অপি করিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। ওয়েব সিরিজটির নাম ঢাকা মেট্রো। এর মূল চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। পহেলা বৈশাখ উপলক্ষে এটি অনলাইন প্ল্যাটফর্ম হইচই অ্যাপে প্রকাশ করা হবে ১১ এপ্রিল। গতকাল এর ট্রেইলার প্রকাশ করা হয়েছে। এটি প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অমিতাভ রেজা চৌধুরী জানান, ওয়েব সিরিজ ঢাকা মেট্রোর চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। এর গল্পে দেখা যাবে তিনজন মানুষের ভ্রমণ কাহিনীর বিভিন্ন গল্প। এখানে অপি করিমের চরিত্রের নাম জয়গুন, কখনো কখনো তাকে জবা বলেও ডাকা হয়। এছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নেভিল এবং রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন শশী ও মনোয়ার কবির। উল্লেখ্য, অপি করিম বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি একটি আর্কিটেকচার ফার্ম পরিচালনা করছেন। এ কারণে তিনি অভিনয়ে নিয়মিত সময় দিতে পারছেন না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েব সিরিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ