Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমারিকার প্রযোজনায় ওয়েব সিরিজ চেনা পথের অপরিচিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

আসছে, কুমারিকার প্রযোজনায় ওয়েব সিরিজ ‘চেনা পথের অপরিচিতা’। এ মাসেই কুমারিকার ইউটিউব চ্যানেলে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযোজনায় শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজটি প্রচার হবে। নারীর তার পরিবার, সমাজ এবং নিজের ভিতরকার প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মানুষ হয়ে বাঁচতে চাওয়ার গল্প ‘চেনা পথের অপরিচিতা’। সকল বাঁধা উপেক্ষা করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে ওঠার পাশাপাশি নারীর প্রতিদিনের অনুভ‚তি, আবেগ, কষ্টকে পেরোনোর গল্পগুলো চিত্রায়িত হয়েছে এই ওয়েব সিরিজে। কেন্দ্রীয় চরিত্রে জাকিয়া বারী মমর অভিনয়ের পাশাপাশি, ওয়েব সিরিজটিতে আরও রয়েছেন অপূর্ব, নাইম, সুষমা সরকার, সাবেরি আলম, আনন্দ খালেদ, খালেকুজ্জামান, সাবিহা জামান। সমাজের হার না মানা নারীদের গল্পগুলো সবার সামনে নিয়ে আসার অভিপ্রায়ে, কুমারিকা মিস ন্যাচারাল-২০১৬ তে একজন এসিডদগ্ধ নারীকে সম্মাননা জানানোর মাধ্যমে বাংলাদেশের সুপরিচিত ব্র্যান্ড কুমারিকা শুরু করেছিল অনলাইন ক্যা¤েপইন সাহসিনী। তারপর ধীরে ধীরে সবার ভালোবাসায়- কুমারিকা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকে এখন দশ লাখ শুভাকাক্সক্ষীর এক সুবিশাল পরিবার। চুল, ত্বক এবং শরীরকে ভালো রাখার প্রাকৃতিক সমাধান দেয়ার পাশাপাশি, কুমারিকা বলতে চায় সমাজের সকল বাঁধা পেরোনো হার না মানা নারীদের কথাগুলোও। সেই ভাবনা থেকেই কুমারিকার প্রযোজনায় ওয়েব সিরিজ, চেনা পথের অপরিচিতা। সিরিজের কনসেপ্ট এবং ডিজিটাল পার্টনার হিসেবে কাজ করছে সফ্টউইন্ড টেক লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েব সিরিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ