Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুয়ার আসরে মেয়র আরিফের হানা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

নগরীর চালিবন্দর এলাকায় শিলং তীর জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল শনিবার বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে এই অভিযান চালান তিনি।
জানা গেছে, চালিবন্দরস্থ ল’ কলেজের পেছনে জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় টিনের ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে শিলং তীর জুয়া চালাচ্ছিল একটি চক্র। বিষয়টি জানতে পেরে শনিবার বিকেলে অভিযান চালান মেয়র আরিফ। অভিযানকালে ওই টিনের ঘরে জুয়াড়িদের কাউকে পাওয়া যায়নি। তবে শিলং তীর জুয়া খেলার নানা সরঞ্জাম জব্দ করা হয়।
মেয়র আরিফ জানান, সিলেট নগরীর কোথাও শিলং তীর জুয়া চলতে দেয়া হবে না। অভিযানকালে অন্যান্যের মধ্যে সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুয়ার আসর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ