Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রার নামে অশ্লীল নৃত্য চলছে জুয়ার আসর

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রার নামে চলছে অশ্লীল নাচ-গান আর রমরমা জুয়ার আসর। উপজেলার মোহনপুর ইউনিয়নের বলতৈল মাঠে গত কয়েকদিন ধরে মাইকিং করে চলছে এমন অনৈতিক কর্মকা-। জানা যায়, বলতৈল গ্রামের মাঠের মধ্যে গত কয়েকদিন ধরে স্থানীয় একটি মহলের সহযোগিতায় যাত্রার নামে চলছে অশ্লীল নাচ-গানের আসর। একই সাথে চালানো হচ্ছে জুয়ার আসার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকে রীতিমত প্রচার-প্রচারণা চালিয়ে চলছে এই অনৈতিক কর্মকা-। যাত্রার নামে এখানে রাতভর নর্তকীদের দিয়ে অশ্লীল নাচ-গান করানো হচ্ছে। যাত্রা দলের মালিক উল্লাপাড়ার মনজিল হোসেন রয়েছেন এই যাত্রা পরিচালনায়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, থানা পুলিশকে ম্যানেজ করে প্রতি বছরই এ সময় এখানে এই কর্মকা- চালানো হয়। চক্রটি প্রশাসন আসলে যাত্রা চালানোর স্থানটিকে কখনো উল্লাপাড়া আবার ফরিদপুর এলাকার বলে দাবি করলেও স্থানটি উল্লাপাড়া থানা এরিয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রার নামে অশ্লীল নৃত্য চলছে জুয়ার আসর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ