Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজান মাসেও জুয়ার আসর

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৩ এএম

বগুড়ার কাহালু উপজেলার পশ্চিম দিকের শেষপ্রান্ত ও পাশর্^বর্তী দুপচাঁচিয়া পৌরসভার পূর্বদিকের শেষ প্রান্তের দুটি গ্রামে সারা বছরের মত পবিত্র রমজান মাসেও চলছে ধুন্ধুমার জুয়ার আসর !
সময়টা গ্রীষ্মকাল বলেই দিনের পড়ন্ত বেলায় এটা শুরু হয়। আবার রোজার মাস বিধায় ইফতারের একটু ভাগেই শেষ করা হয় জুয়ার আসর। অন্য সময় দিনরাত চলে ধুন্ধুমার জুয়া। বগুড়া ও আশেপাশের জেলা গুলো থেকেও পেশাদার জুয়াড়–রা আসে এসব আসরে। খেলা শেষে লক্ষ লক্ষ টাকার ভাগাভাগি হয় আয়োজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারি একটি অংশের সাথে। ফলে বহুবার কাহালু ও দুপচাঁচিয়া থানায় স্থানীয় লোকজন অভিযোগ করেও কোনো ফল হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে ।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপচাঁচিয়া পৌরসভার একজন কাউন্সিলর এবং কাহালুর বীরকেদার ইউপির একজন ইউপি সদস্য এই জুয়ার আয়োজনের মূলহোতা বলে স্থানীয়ভাবে কেউ এর প্রতিবাদও করতে পারে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ