Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ সম্পন্ন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে উৎসর্গ

মীরসরাই( চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ৫:১৩ পিএম

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের মীরসরাইয়ে সস্পন্ন হলো আন্তর্জাতিক কবি সমাবেশ। স্থানীয় পাক্ষিক খবরিকার ২০ বর্ষপূর্তি উপলক্ষে উক্ত আয়োজনকে উৎসর্গ করা হয় সব্যসাচি লেখক কবি সৈয়দ শামসুল হককে । ৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় উক্ত আন্তর্জাতিক সমাবেশ এর মূল পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দ শামসুল হক এর সহধর্মিণী একুশে ও বাংলা একাডেমী পদক প্রাপ্ত কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সকালের আঞ্চলিক কবিদের কবিতা পাঠের আসরের প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমী পদক প্রাপ্ত কিংবদন্তির ছড়াকার রফিকুল ইসলাম দাদু ভাই। উক্ত পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রামের কবি শেলিনা শেলী। জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’, ‘ ভারতীয় জাতীয় সংগীত জনমন অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা’ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় উক্ত আন্তর্জাতিক কবি সমাবেশ এর। এরপরই বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকাবাহী ষ্টিক দিয়ে ‘উই সেল ওভার কাম’ এর সাথে নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমীর শিশু শিল্পীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য স্বাধীন বাংলার কন্ঠ শিল্পী কল্যানী ঘোষ, বরেণ্য কন্ঠশিল্পী জীনাত রেহানা, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। অনুষ্ঠানের প্রথম পর্বেও সভাপতিত্ব করেন কামরুল ইসলাম চৌধুরী, দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক ও মহাকবি কাইয়ুম নিজামী। সঞ্চালনা করেন কবি মাহবুব পলাশ। অনুষ্ঠানে ভারতীয় কবি লেখকগনের মধ্যে বক্তব্য রাখেন ভারতের ঝাড়খন্ডের রবীন্দ্র গবেষক ড. ছায়া গুহ, ভারতের বেনারসের রবীন্দ্র গবেষক ড. মুরারী সেন গুপ্ত, কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ড. সন্দীপ কুমার মন্ডল, রবীন্দ্র গবেষক ড. মৌ ভট্রাচার্য, মুম্বাই থেকে আগত কবি গল্পকার সুমনা রায়, কলকাতার নজরুল সংগীত শিল্পী শীলা পাল, সাঁওতালী সঙ্গিত শিল্পী জয়ন্তি সৌরেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র গবেষনার শিক্ষানবীশ গবেষক কবি সুমিতা ভট্রাচার্য্য, মুরারী সেন গুপ্ত ও যৌগেশ বর্মন প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি ও কল্যানী ঘোষের কন্ঠে ‘ওরে সাম্পান ওয়ালা’ ‘ যদি সুন্দর একখান মন পাইতাম’ সহ কয়েকটি গান সবাইকে প্রাণবন্ত করে তুলে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন উপজেলা, জেলা ও পার্বত্য জেলার অন্তঃত অর্ধসহ¯্র কবির সমাগম ঘটে। অনুষ্ঠান সহযোগি সঞ্চালকের দায়িত্ব পালন করেন যথাক্রমে কবি ও সাংবাদিক রাজীব মজুমদার, কবি পুশকীন চৌধুরী ও তাছনিম মাহবুব তানহা। চট্টগ্রামের আঞ্চলিক গান শোনায় শিশু শিল্পী ইতি বড়ুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক কবি
আরও পড়ুন