Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় টেবিল টেনিস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ৭:৫৪ পিএম

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সিনিয়র টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপের খেলা। ৩১টি পুরুষ ও ১৩ নারী দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসরের খেলা। সাতটি ইভেন্টে লড়বেন প্রতিযোগিরা। এগুলো হলো- পুরুষ ও নারী একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দলগত। টুর্নামেন্টের বাজেট নির্ধারণ হয়েছে ৭ লাখ টাকা। যার মধ্যে পুরোটাই দিচ্ছে পৃষ্ঠপোষক উইজডম অ্যাট্রায়ার্স ও বিকেএমইএ। একক, দ্বৈত ও দলগতের চ্যাম্পিয়ন এবং রানার্সআপদের ট্রফি দেয়া হবে বলে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শামসুল আলম আনু ও সম্পাদক আনোয়ার কবির চৌধুরী বাবু উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেবিল টেনিস

১৮ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ