Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিনায়কত্ব হারালেন আসগর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ৫:৪৫ পিএম

তিন ফর্ম্যাটেই আফগানিস্তান দলের অধিনায়ক ছিলেন আসগর আফগান। সব ফর্ম্যাট থেকেই দেশের সবচেয়ে অভিজ্ঞ এই অধিনায়ককে অব্যহতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অর্থাৎ আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোন ফর্ম্যাটেরই আর অধিনায়ক থাকছেন না আসগর। তার জায়গায় টেস্টের অধিনায়ক করা হয়েছে রহমত শাহকে। রশিদ খানকে দেওয়া হয়েছে টি-২০ দলের নেতৃত্ব। আর ওয়ানডে দলের নেতৃত্বে আনা হয়েছে গুলবাদিন নাইবকে।
এছাড়া তিন ফরম্যাটের সহ-অধিনায়কদের নামও ঘোষনা করেছে এসিবি। টেস্টে হাসমতউল্লাহ শাহিদি, ওয়ানডেতে রশিদ খান ও টি-২০তে শফিকুল্লাহ শফিক সহ-অধিনায়ক হয়েছেন।
২০১৫ সালের এপ্রিলে আফগানিস্তান দলের অধিনায়ক হন আসগর। অলরাউন্ডার মোহাম্মদ নবীর পরিবর্তে দায়িত্ব পান তিনি। অধিনায়কত্ব থেকে সরে যাবার আগ পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়ে ৫৬ ওয়ানডেতে ৩১টি জয় ও ৪৬ টি-২০ ম্যাচে ৩৭টি জয় এনে দেন আসগর। এছাড়াও আফগানিস্তানের অভিষেক টেস্টসহ দু’টি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। অবশ্য এখন পর্যন্ত দু’টিই টেস্ট খেলেছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে প্রথমটি হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে পরের টেস্টটি জিতে নেয় আফগানরা। ২০০৯ সাল থেকে আফগানিস্তান দলের নিয়মিত সদস্য আসগর। ২ টেস্টে ১০৩ রান, ৯৯ ওয়ানডেতে ২০১৩ রান ও ৫৯টি-২০তে ১০৫৬ রান করেছেন ৩১ বছর বয়সী আসগর।
ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়ায় আগামী ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার ২৮ বছর বয়সী নাইব। দেশের হয়ে নাইবের ৫২টি ওয়ানডে ও ৩৮টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ওয়ানডেতে ৫টি অর্ধ-শতক ৮০৭ রান ও ৪০ উইকেট এবং টি-২০তে ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৩২ রান ও ৯ উইকেট রয়েছে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ