ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬জন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে দেশীয় অস্ত্র মামলা হয়েছে। আজ (বুধবার) রাত ৮ টার দিকে বিষয়টি দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল উদ্দিন জাহংগীর বলেন, আজ সন্ধ্যায় মামলা হয়েছে তাদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে।
মামলার আসামীরা হলেন, আইন বিভাগের তৃতীয় বর্ষের খালেদ মাসুদ, একই বিভাগের শাকিল হাসান, সমাজতত্ব বিভাগের সিফাতউল্লাহ সরকার, ইংরেজি বিভাগের বেলাল হাসান, ইতিহাস বিভাগের অমিত রয় এবং উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থবর্ষের ইয়াসিন আরাফাত।
উল্লেখ্য, মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ৬ জনকে আটক করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।