গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা। বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তি চাই’ শীর্ষক ব্যানারে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এতে অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে শ্লোগান দেন।
সংগঠনের সুপ্রিম কোর্ট শাখার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, সংগঠনের কো-চেয়ারম্যান আবেদ রাজা, সুপ্রিম কোর্ট ইউনিটের মহাসচিব আইয়ুব আলী আশ্রাফী, কো-চেয়ারম্যান ওয়াছিল উদ্দিন বাবু, মো: শহিদুল আলম, প্রথম যুক্ত মহাসচিব মো: আনিছুর রহমান খান, সুপ্রিম কোর্ট বারের সহ-সম্পাদক কাজী জয়নাল আবেদীন, এনএলসির সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু, আবদুল মতিন মন্ডল, কামাল হোসেন, নাজমুল হাসান, মনির হোসেন, নাহিদ সুলতানা, শামছুল ইসলাম মুকুল, সাইফুল ইসলাম উজ্জ্বল, গোলাম ফারুক, আমিনুল হক, সোলায়মান হাওলাদার, সাইদুল ইসলাম সুমন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। তার চিকিৎসার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার ব্যাপারে সরকার তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। এটাই প্রমাণ করে তাকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে হত্যা করা মানে জাতীয়তাবাদকে হত্যা করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।