Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে কলেজ ছাত্র শুভ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৪:১৪ পিএম | আপডেট : ৪:১৫ পিএম, ৩ এপ্রিল, ২০১৯

ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে আহুত মানববন্ধন কর্মসূচি বুধবার সকাল ৯ টায় (৩ মার্চ) বড়ইয়া ডিগ্রী কলেজ চত্বরে ঘন্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে ঐ কলেজ শিক্ষক, শিক্ষার্থী, বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, নিহত শুভ’র স্বজনরা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার আনুমানিক ৪ শতাধিক অংশ গ্রহণ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অধ্যক্ষ মনিরউজ্জামান, নিহত শুভর পিতা আবদুল্লাহ আল মাহবুব, কলেজ ছাত্র মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল প্রমূখ। বক্তরা বলেছেন-, শুভকে যারা হত্যা করেছে তাদের সনাক্ত করে আইনের আওতায় এনে অপরাধীদের ফাঁসির দাবী জানান। নিহত শুভ কলেজের ২০১৯ সালের চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল। উল্লেখ্য এবছর ২৫ মার্চ রাতে স্থানীয় নেয়ামত সহ তার বন্ধুরা শুভকে বাসা থেকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে রাতেই নৃশংস ভাবে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে বিলেরবাড়ি নামক স্থানে খোলা মাঠের মধ্যে ফেলে রেখে যায়। ২৬ মার্চ সকালে শুভকে খোলা মাঠের মধ্যে থেকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।এ ব্যাপারে রাজাপুর থানায় হত্যা মামলা রুজ্জু করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ