বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদুজ্জামান সাকিব নিহতের প্রতিবাদে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর উদ্যোগে আজ বুধবার দুপুর ১২টায় নোয়াখালী জেলা শহরের টাউন হল মোড়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গত ৩০ মার্চ মাইজদী-চৌমুহনী সড়কের রমজানবিবি বাজারে সূগন্ধা দ্রুতযান সার্ভিস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শহিদুজ্জামান সাকিবসহ ৪জন নিহত হয়। সোনাপুর -ফেনী রুটে চলাচলকারী সূগন্ধা দ্রুতযান সার্ভিস ও সিএনজি চালকদের বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করছে ছাত্ররা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল সহকারে সুগন্ধা দ্রুতযান সার্ভিস বন্ধ করা এবং নিহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে ৮দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি জেলা প্রশাসককে প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।