মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে চমক দেকালেন কৌতুকাভিনেতা ভলোদিমের জিলেনস্কি। প্রার্থী হিসেবে দাঁড়িয়ে রাজনীতিতে অনভিজ্ঞ এই অভিনেতা নির্বাচনী বুথ ফেরত সমীক্ষায় (এক্সিট পোল) তার প্রতিদ্ব›দ্বী ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট পিত্রো পরাশেনকার চেয়ে প্রায় দ্বিগুন বেশী ভোট পেয়েছেন। গতকাল সোমবার এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। খবর রয়টার্স ও বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, রোববার অনুষ্ঠিত ভোটে ৪১ বছর বয়সী অভিনেতা জিলেনস্কি ৩০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। ১৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে পেত্রো পরাশেনকা দ্বিতীয় অবস্থানে। ইউরোপীয় ইউনিয়ন মতাদর্শের ব্যাপারে এই দুজনেরই ব্যাপক সমর্থন রয়েছে। এ মাসের ২১ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের চ‚ড়ান্ত ধাপে প্রতিদ্ব›িদ্বতা করবেন এ দুজন।
ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় জেলেনস্কি বিবিসিকে বলেন, ‘আমি খুবই আনন্দিত। কিন্তু এটাই চ‚ড়ান্ত কিছু নয়।’ পরাশেনকা তার দ্বিতীয় স্থান পাওয়াকে ‘কঠিন শিক্ষা’ বলে মন্তব্য করেছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেনকা তৃতীয় হয়ে মূল প্রতিদ্ব›িদ্বতা থেকে ছিটকে পড়েছেন।
ইউক্রেন নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে ৩৯ জন প্রতিদ্ব›িদ্বতা করেছেন। তবে কেউ ৫০ শতাংশ ভোট পাননি। শীর্ষ দুজন ২১ এপ্রিলের নির্বাচনে মুখোমুখি হবেন। ইউক্রেনজুড়ে অনুষ্ঠিত এই এক্সিট পোলে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে ভলোদিমের জেলেনস্কি ৩০ দশমিক ০৮, পিত্রো পরাশেনকা ১৬ দশমিক ৬৫, সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেনকো ১৩ দশমিক ৩৮, ইউরি বয়কা ১১ দশমিক ৪০, আনাতোলি হ্রিশেনকা ৬ দশমিক ৯২, ইকহোর মিশকো ৫ দশমিক ৮২, আলে লিয়াশকো ৫ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন।
ভোটে শীর্ষ স্থান পাওয়া জেলেনস্কিকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কৌত‚হল সৃষ্টি হয়েছে। তার অভিনীত একটি চরিত্র যেন বাস্তব রূপ পেতে যাচ্ছে। দেশটিতে প্রচারিত ব্যঙ্গাত্মক টিভি শো ‘সার্ভেন্ট অব দ্য পিপল’এ তার ভ‚মিকা ছিল একজন সাধারণ ব্যক্তির, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দেশটির প্রেসিডেন্ট হন। তার সেই চরিত্রই যেন বাস্তবে এসে ধরা দিতে যাচ্ছে। এই নির্বাচনে জন্য ব্যাপকভাবে কোনো প্রচারে অংশ নিতে দেখা যায়নি জেলেনস্কিকে। কোনো সমাবেশ করেননি। অল্প কিছু সাক্ষাৎকার দিয়েছেন। তার শক্ত কোনো রাজনৈতিক মতাদর্শ নেই। শুধু নতুন ও ভিন্ন কিছু করার আকাক্সক্ষা প্রকাশ করে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।