Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গদার সঙ্গে ১ মিলিয়ন ডলার ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ৯:৩১ পিএম

টানা তৃতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল ভারত। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে। শীর্ষ স্থানে থাকার পুরস্কার হিসেবে ১০ লাখ ডলার পুরস্কার পাচ্ছে ভারতীয় ক্রিকেট দলটি।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয় করা ভারতীয় দল ১ এপ্রিল পর্যন্ত ১১৬ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে। ৮ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। যার পুরস্কার হিসেবে কিউইরা পাচ্ছে ৫ লাখ ডলার।
তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা দলের সংগ্রহ ১০৫ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার আছে ১০৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকায় পাঁচ নম্বরে থাকতে হচ্ছে ইংল্যান্ডকে। ছয় নম্বরে থাকা শ্রীলঙ্কার সংগ্রহ ৯৩, সাত নম্বরে থাকা পাকিস্তানের ৮৮ এবং আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৭ পয়েন্ট। ৬৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের পরে দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের সংগ্রহ মাত্র ১৩।
গত জানুয়ারীতে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে আইসিসি’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এক বিবৃতিতে বলেন,‘আবারো একবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের রাজদন্ড অক্ষুন্ন রাখতে পেরে সত্যিই আমরা গর্বিত।’ তিনি বলেন, ‘সব ফর্মেটেই আমাদের দল ভাল করছে। তবে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকার আনন্দটাই অন্যরকম। আমরা সকলেই টেস্ট ক্রিকেটের গুরুত্ব বুঝি।’
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ৫০ ওভার বিশ্বকাপের পর আগস্ট মাসে শুরু হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। মোট ২৭টি সিরিজে ৭১ ম্যাচ খেলবে টেস্ট খেলুড়ে দেশগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২০২১ সালে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ