Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই রাতে দু’টি ট্রান্সফরমার চুরি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১০০টি পরিবারসহ মসজিদ, মাদ্রাসা, স্কুল বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা দুর্বিষহ জীবন যাপন করছে।
এলাকাবাসী ও একাধিকসূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১টি এবং একই ওয়ার্ডের বকশি ব্যাপারী জামে মসজিদের সামনে থেকে ১টিসহ মোট ২টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। গ্রাহকদেরকে হয়রানি করার জন্য এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানায় এলাকাবাসী। ওদিকে ৩ দিন ধরে অন্ধকারে পল্লী বিদ্যুৎ এর গ্রাহকেরা।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর জি.এম এ.এস.এম. আরিফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২টি ট্রান্সফরমার জন্য আমাদের অফিস থেকে শতকরা ৫০ ভাগ আর গ্রাহকেরা শতকরা ৫০ ভাগ দিলে আমরা ট্রান্সফরমার ব্যবস্থা করে দিব। তিনি আরও বলেন, এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি চুরির মামলা করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ