Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো শীর্ষস্থানচ্যুত বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

একদিকে ফ্রেইবুর্গের মাঠে বায়ার্ন মিউনিখের হোঁচট, অন্যদিকে শেষ পাঁচ মিনিটে পাকো আলকাসের রেকর্ড গড়া জোড়া গোল; দুইয়ে মিলে জার্মান শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বরুশিয়া ডর্টমুন্ড।
পরশু বুন্দেসলিগায় পয়েন্ট তালিকার ১২ নম্বর দল ফ্রেইবুর্গের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। আর ঘরের মাঠে নির্ধারিত সময়ের এক মিনিট আগেও মনে হচ্ছিল উল্ফসবার্গের সঙ্গে গোলশূন্য ড্রই করতে যাচ্ছে ডর্টমুন্ড। কিন্তু শেষ পাঁচ মিনিটে দুই গোল করে দলকে ২-০ ব্যবধানের নাটকীয় জয় উপহার দেন আলকাসের। জার্মান লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে এক মৌসুমে ৯০তম মিনিটে ৫ গোল করলেন সাবেক বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ড।
ওদিকে ফ্রেইবুর্গে ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন। ২২তম মিনিটে দারুণ ভলিতে স্কোরলাইনে সমতা আনেন রবার্ট লেভান্দোভস্কি। জার্মান শীর্ষ প্রতিযোগিতায় এটি পোলিশ স্ট্রাইকারের ১৯৯তম গোল। ম্যাচ শেষে হতাশা ঝরেছে বায়ার্ন কোচ নিকো কোভাচের কণ্ঠে, ‘এটা খুবই হতাশাজনক কারণ ডর্টমুন্ডকে ধরতে আমরা ভালোই করেছিলাম, কিন্তু এখন আবার আমাদের নতুনভাবে শুরু করতে হবে।’
লিগে নয় ম্যাচ এখনো বাকি। আগামী সপ্তায় দুদলের মধ্যকার দুই পয়েন্টের ব্যবধান ঘোঁচানোর ভালো সুযোগ পাচ্ছেন কোভাচ। ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় সেদিন অতিথি হয়ে আসবে ডর্টমুন্ড।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ার্ন

২৫ এপ্রিল, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ