Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চেলসির নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১০:২৩ পিএম

ম্যাচের অন্তিম সময় চলছে, দল তখন পিছিয়ে। কপালে ভাঁজ বাড়ছে চেলসি কোচের। মাউরিসিও সারিকে বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল লিগ থেকে অবনমনের সঙ্গে লড়তে থাকা কার্ডিফ সিটি। শেষ দিকে গোল দুই হেডে সারির কপাল থেকে ভাজ দূর করলেন অধিনায়ক সেসার আসপিলিকুয়েতা ও রুবেন লোফ্টাস-চেক। নাটকীয়ভাবে জয়ের পথে ফিরল চেলসি।

রোববার প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটির মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে চেলসি। দুই ম্যাচ পর লিগে জয় পেল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। আগের ম্যাচে এভারটনের কাছে ২-০ গোলে হেরে আন্তর্জাতিক বিরতিতে যায় বøুজরা।

দলের দুই তারকা খেলোয়াড় এডেন হ্যাজার্ড ও এনগলো কন্তেকে বিশ্রামে রেখে একাদশ জাসান সারি। ম্যাচে তাদের অভাব ছিল স্পষ্ট। বলের দখল রাখলেও ফিনিশিংটা ছিল বাজে। প্রথমার্ধে হয়েছে এলোমেলো ফুটবলের প্রদর্শনী। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ফাঁকায় বল পেয়ে দারুণ ভলিতে দলকে এগিয়ে নেন ভিক্টোর কামারাসা।

৫৩তম মিনিটে বদলি নামেন হ্যাজার্ড। এরপরও সুবিধা করে উঠতে পারছিল না তারা। ৮৪তম মিনিটে অবশেষে আসপিলিকুয়েতার হেডে সমতায় ফেরে সফরকারীরা। আর ম্যাচের যোগ করা সময়ে উইলিয়ানের ক্রসে দারুণ হেড করে দলকে জয় উপহার দেন ইংলিশ মিডফিল্ডার লোফ্টাস-চেক।

৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চেলসি। এক ম্যাচ কম খেলে পয়েন্ট নিয়েও গোলব্যবধানে এগিয়ে পাঁচে আর্সেনাল। ৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ