Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। শুক্রবার সকালে শুরু হওয়া বন্যায় দেশটির উত্তরাঞ্চলীয় ফারায়ুব প্রদেশে ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় হেরাতে ১০ জনের প্রাণ কেড়ে নেয়। পশ্চিমের বাদ্গিস প্রদেশে ৮ এবং উত্তরের বালখে ৫ জনের মৃত্যু হয়। এই বন্যায় অন্তত ৩ সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়। বন্যায় সাতটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফারইয়াব, বাগদিস ও হেরাতের পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। হেরাত প্রদেশের মুখপাত্র জিলানি ফরহাদ বলেছেন, আকস্মিক এ ঢল শত শত বাড়ি, কিছু ঐতিহাসিব নিদর্শন, হাজার হাজার একর জমি, সেতু ও সড়কের ক্ষতি করেছে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ