Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিকের ভিন্ন গল্পের ধারাবাহিক জায়গির মাস্টার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

‘বর্তমান সময়ের ধারাবাহিক নাটকগুলোতে পারিবারিক সম্পর্কের বন্ধন খুঁজে পাাওয়া যায় না বলেই চলে। আবার নাটকে পড়ালেখা বা শিক্ষার বিষয়টা তুলে আনা হয়না। বিষয়টি আমাকে ভাবিয়েছে। তাই বিনোদনের মাধ্যমে শিক্ষাÑএ বিষয়টি আমি আমার নতুন ধারাবাহিকে তুলে ধরার চেষ্টা করেছি।’ ‘জায়গির মাস্টার’ নামে দীর্ঘ ধারাবাহিকটি রচনা ও নির্মাণ প্রসঙ্গে এমন কথা বললেন এস এ হক অলিক। নাটকটিতে প্রধান তিন জায়গীর মাস্টারের ভূমিকায় অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, সালাহ উদ্দিন লাভলু ও অপূর্ব। নাটকে এটিএম শামসুজ্জামান আজগর মোল্লা, লাভলু মোমিনুল ও অপূর্ব রাতুল চরিত্রে অভিনয় করছেন। দিলারা জামান অভিনয় করছেন খুনসুটি বেগম, মৌসুমী হামিদ অভিনয় করছেন আলতা বানু এবং ভাবনা অভিনয় করছেন মালকা বানু চরিত্রে। রাজধানীর অদূরে গাজীপুরের মাওনা’তে একটি রিসোর্টে এর শূটিং চলছে। এতে অভিনয় প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘অলিকের মধ্যে সবসময়ই ভালোকিছু সৃষ্টির নেশা আমি দেখেছি। তারমধ্যে ভালো নাটক নির্মাণের ক্ষমতা আমাকে মুগ্ধ করে। ভীষণ ধৈর্য্যশীল একজন নির্মাতা। লাভলু একজন নিখুঁত অভিনেতা। একজন লাভলু যদি নির্মাণ ও অভিনয় ছেড়ে দেয় তাহলে ক্ষতিটা এই দেশেরই, তার নয়। অপূর্ব তার সময়ের অন্যতম সেরা অভিনেতা। সবারসঙ্গে একসাথে অভিনয় করতে পারাটাও আমার কাছে ভীষণ আনন্দের।’ লাভলু বলেন, ‘অনেক নির্মাতাকে দেখেছি কোনরকম পরিকল্পনা ছাড়াই নাটক নির্মাণ করেন। কিন্তু অলিকের কাজ অনেক গুছানো। তার সেটে থাকার পরিবেশটাও শিল্পীর মুড ঠিক রাখাতে বিশেষ ভূমিকা রাখে।’। ‘অপূর্ব বলেন, ‘অলিক ভাইকে ধন্যবাদ এমন একটি ধারাবাহিকে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। গল্পটা খুব ভালো। আমার সৌভাগ্য যে একই ধারাবাহিকে আমি এটিএম আঙ্কেল, দিলারা আন্টি, লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারছি। আমার অভিনয় জীবনের চলার পথে এ নাটকে অভিনয় করা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। ’ অলিক রচিত ও নির্দেশিত ‘জায়গীর মাস্টার’ ধারাবাহিকটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯.৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক

২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ