গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) কাছে স্থানান্তর করা হয়েছে। ডিবি উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল রোববার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এর নতুন আইও ইন্সপেক্টর জালাল।
তিনি আরও বলেন, মামলাটিতে এখন পর্যন্ত আমরা ভবনটির মালিক ফারুক ও তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে গতকাল শনিবার ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
গত বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে লাগা আগুনে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫০ জনের বেশি লোক রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।