মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন দেশটির বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। দেশটির লোকসভার নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততটাই বাড়ছে পাল্টাপাল্টি সমালোচনা। গত শুক্রবার উত্তর প্রদেশে এক র্যালিতে অংশ নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ২০১৫ সালে নরেন্দ্র মোদি পাকিস্তানে গিয়েছিলেন বিরিয়ানি খাওয়ার জন্য। কয়েকদিন আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, এবারের নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে পাকিস্তানের বাসিন্দারা আনন্দে হাততালি দেবেন। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের প্রতি ইঙ্গিত করে প্রিয়াঙ্কা বলেন, তারা কী করবেন না করবেন, সেটা ওই দেশের বাসিন্দাদের নিজস্ব ব্যাপার। উত্তরপ্রদেশের মীরাটের জনসভায় এসে কংগ্রেসের এই নেত্রী বলেন, ২০১৫ সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করার নামে নরেন্দ্র মোদি কেবল বিরিয়ানি খেতে পাকিস্তানে গিয়েছিলেন।
প্রদেশের সান বিম পাবলিক স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে একটি কথোপকথন সেশনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, যেহেতু এখন মামলাটি বিচারাধীন, তাই তিনি কোনোভাবেই অযোধ্যার রামমন্দিরে গিয়ে পূজা দেবেন না।
উত্তরপ্রদেশে তার নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে একটি মেগা রোড শো করেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় ১৫ কিলোমিটারের ওই রোড শোতে ছিলেন কয়েক হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক। তারা স্লোগান তুলছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এছাড়া রোড শোতে যেসব পোস্টার দেখা যায়, সেগুলোর মধ্যে বেশ কয়েকটিতে লেখা ছিল- ইন্দিরা গান্ধী রিটার্নস। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।