Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারপুরুষ ধরে মিথ্যে বলেছে গান্ধী পরিবার : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দারিদ্র্য দূরীকরণ নিয়ে চারপুরুষ ধরে মিথ্যে বলেছে গান্ধী পরিবার। জওহরলাল নেহরু থেকে সোনিয়া গান্ধী পর্যন্ত সবাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন একই ইস্যুতে মিথ্যা বলছেন রাহুল গান্ধী। শুক্রবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মোদি। আসন্ন ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (এনডিএ) ৩০০ আসনেই জয়লাভ করবে বলেও জানান তিনি। জাতিসংঘের তথ্যমতে, ভারতের ১৩০ কোটি জনসংখ্যার ৩০ কোটিই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। গত সপ্তাহে দারিদ্র্য দূরীকরণে নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল। বিরোধী দলের এ প্রতিশ্রুতির প্রতিই তোপ দেগেছেন মোদি। বলেন, ‘কংগ্রেস জানে, তারা নির্বাচনে জিতবে না। তাই মিথ্যা ও অবাস্তব সব প্রতিশ্রুতি দিচ্ছে।’ ২০১৯ সালের নির্বাচনে কোনো প্রতিদ্ব›দ্বী থাকবে না বলেও জানান তিনি। ৩০০ আসনেই জিতবে এনডিএ জোট। মোদি আরও বলেন, জনগণের দৃষ্টি এখন তার ওপর কারণ তিনি একজন সক্রিয় প্রধানমন্ত্রী এবং তিনি জনগণের মাঝেই কাজ করেন। জনগণ আমাকে সুযোগ দিয়েছে তাদের হয়ে কাজ করব, আমার নিজের জন্য কিছু করার ক্ষমতা নেই। আমি দেশের জন্য বাঁচব, যতদিন তারা আমাকে কাজ করার সুযোগ দেবে, আমি করে যাব। এ অঙ্গীকার নিয়েই আমি চলছি। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ