Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনসিসি মার্কেটে আগুন নেভাতে সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৮:৫৬ এএম

দুই বছরের ব্যবধানে ফের রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন চারদিকে ছড়িয়ে না যায় সেজন্য ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।

চলতি বছরে চুরিহাট্টা ও বনানী ট্রাজেডির মতো অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মগ, বালতি দিয়ে অনেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুনেছি শটসার্কিট থেকে আগুনের সূত্র ঘটেছে। ফায়ার ‍সার্ভিস আসছে। এ মার্কেটে সব ধরনের কাগজের দোকান রয়েছে। আগুন মার্কেটের চারিদিকে ছড়িয়ে পড়ছে।

আরও বলেন, ফজরের নামাজের পরে আগুন লেগেছে। এখানে প্রচুর পানি সংকট রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ