মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্যে টুইটে তোলপাড় শুরু হয়েছে। উত্তরপ্রদেশে লোকসভার নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরোধীদলকে ‘শরাব’ তথা মদের সাথে তুলনা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যটির মীরাটে একটি প্রচারণা থেকে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (সপা)-এর ‘শ’, অজিত সিং’র দল রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর ‘রা’ এবং মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি (বসপা)-এর ‘ব’-কে একত্রিত করে মোদি ‘শরাব’ বলে ডাকলেন। এসময় মোদি বলেন ‘এই শরাব আপনাদের ক্ষতি করে দেবে।’ তিনি আরও জানান ‘শরাব মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং উত্তরপ্রদেশের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর।’ মোদির এই বক্তব্যের পরই তোপ দেগেছে বিরোধী দল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। অখিলেশ যাদব ট্যুইট করে মোদিকে নিশানা করে বলেন, ‘আজ টেলিপ্রম্পটারের মাধ্যমেই মোদির মিথ্যা সামনে চলে এসেছে। যারা দেশে ঘৃণা ছড়ান, তারা ‘সরাব’ এবং ‘শরাব’ এর মধ্যে পার্থক্যটাই জানেন না! ‘সরাব’ মানে মরীচিকা, যা বিজেপি গত পাঁচ বছর ধরে দেখিয়ে আসছে। যেটা কখনওই হওয়ার নয়। আজ যখন নতুন করে নির্বাচন সামনে এসেছে, ওরা এখন নতুন করে ‘মরীচিকা’ দেখাচ্ছে।’ এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।