Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ভোলায় এলজিইডির কাজ পরিদর্শন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:৩৮ এএম

ভোলা জেলার এলজিইডির বিভিন্ন কাজের মানউন্নয়ন নিয়ে মতবিনিময় সভা ও বিভিন্ন কাজ পরিদর্শন করেন এলজিইডির টিম।
গতকাল সকালে লালমোহন উপজেলা প্রকৌশল অফিসে কাজের মান নিয়ে মতবিনিময় করেন বরিশাল অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, তত্বাবধাযক প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী, সহকারী প্রকৌশলী সুমন মুন্সি, উপজেলা প্রকৌশলী এম এমন আলী রেজা রাজু, উপ সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান প্রমুখ। তার পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল, লালমোহন পৌরসভার লঞ্চঘাট ব্রিজ, উত্তর বাজার মার্কেটসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে সিডিউল অনুযায়ী কাজের মান ঠিক রেখে কাজ করার নির্দেশ প্রদান করেন। পৌরসভায় মেয়র এমদাদুল ইসলাম তুহিন, নির্বাহী প্রকৌশলী দ্রুব লাল দত্ত বনিক, উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেনের সাথে পৌরসভার কাজ নিয়ে আলোচনা করেন। পরে পরিদর্শন টিম বোরহানউদ্দিন উপজেলা ও দৌলতখান উপজেলার এলজিইডির বিভিন্ন কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এলজিইডি

২০ মার্চ, ২০২২
১০ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ