Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নিজ দেশেই সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছেন মোদি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম


পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নিজ দেশেই সার্জিক্যাল স্ট্রাইক চালানোর অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। কর্নাটকের ক্ষমতাসীন জনতা দল (সেকুলার)-এর অভিযোগ, বিরোধী দল শাসিত রাজ্যে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মোদি সরকার। ইতোমধ্যেই আয়কর বিভাগের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের ২৫০ থেকে ৩০০ অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে কর্নাটকে। এর মধ্য দিয়ে মূলত লোকসভা নির্বাচনের আগে অবিজেপি শাসিত রাজ্যগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে যেভাবে ভিন দেশে অভিযান বা সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়, একই কায়দায় ভিন্ন দল কর্তৃক শাসিত রাজ্যে আয়কর বিভাগকে দিয়ে রাজনীতিকদের বাড়িঘরে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে টুইটারে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী জনতা দল (সেকুলার) নেতা এইচ.ডি.কুমারস্বামী। তিনি বলেন, আয়কর বিভাগের এই অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সত্যিকারের সার্জিক্যাল স্ট্রাইক উন্মুক্ত হয়ে পড়েছে। সাংবিধানিক পদে থেকে আয়কর কর্মকর্তা বালাকৃষ্ষকে প্রধানমন্ত্রীর এই প্রতিশোধের খেলায় সাহায্য করার জন্য বলা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের এমন ব্যবহার খুবই বেদনাদায়ক। নির্বাচনের সময়ে দুর্নীতিকাজ কর্মকর্তারা বিরোধীদের হয়রানি করছে। এর আগে বুধবার টুইটারে দেওয়া আরেক পোস্টে এইচ.ডি.কুমারস্বামী বলেন, এই নির্বাচনের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের জনতা দল (সেকুলার) এবং কংগ্রেস নেতাদের হুমকি দেওয়ার মাধ্যমে আয়কর দফতরের অপব্যবহার করছেন। তারা আমাদের গুরুত্বপূর্ণ নেতাদের ওপর অভিযান পরিচালনা করছে। এনডিটিভি।

 



 

Show all comments
  • Kamal ২৯ মার্চ, ২০১৯, ৩:০৭ এএম says : 0
    দিন দিন মোদি সমালোচিত হচ্ছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ