Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্ত্রীদের ধমকালেন মোদি

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে দেশের মধ্যে সকলে কথা বলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাবিনেট মিটিংয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে নরেন্দ্র মোদি তার মন্ত্রীদের ধমক দিয়ে বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাই’ক নিয়ে বুক বাজিয়ে জাহির করার কোনো প্রয়োজন নেই। সেই সঙ্গে তিনি আরো বলেন, একমাত্র হাতেগোনা ও সুনির্দিষ্ট কয়েকজনই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কথা বলবে। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ক্যাবিনেট মিটিং ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মাসে উরিতে জঙ্গি হামলায় ১৯ জন জওয়ানের মৃত্যু হয়। এরপর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা হয়। তবে পাকিস্তান স্পষ্ট ভাষায় ভারতের দাবি প্রত্যাখ্যান করে। এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘সার্জিক্যাল অ্যাটাকের’  দাবি করে ভারত। পাকিস্তানে পক্ষ থেকে সার্জিক্যাল অ্যাটাকের কথা অস্বীকার করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে ঘটনাস্থলে সাংবাদিকদের ডেকে নিয়ে সংবাদ সম্মেলন করে। একদিকে পাকিস্তান যেমন এ ঘটনাকে অস্বীকার করেছে তেমনই ভারতের অভ্যন্তরে কংগ্রেস ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল দাবি করে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণের। গোটা বিষয়ে মাথাচাড়া দেয় বিতর্ক।  এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্ত্রীদের ধমকালেন মোদি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ