Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমাদেরকে বাঁচান, সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ৩:৩৬ পিএম

‘আমাদেরকে বাঁচান, সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। সিঁড়ি না পাঠালে আমরা ধোঁয়ায় মারা যাবো।’ বনানীর আগুন লাগা এফআর টাওয়ারের ভেতরে আটকা পড়া নারীকণ্ঠের এমন আকুতি ভেসে আসছে। তারা ভিডিও করে পাঠিয়ে দিচ্ছেন সংবাদকর্মীসহ পরিচিতজনদের কাছে।

আগুনের গাঢ়-কালো ধোয়া পুরো ভবনের ভেতর ও আশেপাশে আচ্ছন্ন করে ফেলেছে। সেই ধোঁয়ায় তাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দু’একজন জানালার গ্লাস ভেঙে বাইরে ঝাপিয়ে পড়েছে। তবে তাদের কি পরিণতি হয়েছে তা জানা যায়নি। কেউ কেউ জানালা খুলে শ্বাস-প্রশ্বাস নেয়ার চেষ্টা করছেন।

টাওয়াল বা বাইরে হাত বের করে নেড়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। উদ্ধারের আকুতি জানাচ্ছেন।

ইতিমধ্যে অনেকে ধোঁয়র কারণে অসুস্থ্য হয়ে পড়েছেন। অসুস্থ্য এক শ্রীলঙ্কার নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে দেখা যাচ্ছে, তিনি এসি বেয়ে বেয়ে নামার চেষ্টা করে যাচ্ছে। তবে তার শেষ পরিণতি কি হবে তা বলা যাচ্ছে না।

বাইরে আসার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন না কেউ। উপস্থিত মানুষও দোয়া করছেন তাদের বেঁচে ফেরার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ