গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে অনেকে আহত হয়েছেন। আগুন থেকে বাঁচতে ভবনের নিচে নামতে চেষ্টা করছেন আটকে পড়া বহু মানুষ। অনেকে জানালা দিয়ে গ্রিল ধরে জীবনের ঝুঁকি নিয়ে নেমেছেন। আবার অনেকে বাঁচতে গিয়ে ভবনের ছাদে অবস্থান নিয়েছেন। তবে আহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে, আগুনে নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে অংশ নিতে প্রস্তুতিমূলকভাবে নৌবাহিনীর দু’টি হেলিকপ্টার ঘটনাস্থলে চক্কর দিতে দেখা যাচ্ছে।
আগুন লাগা ভবনের জানালা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের একজন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আশপাশ এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ফায়ার সার্ভিস কর্মী এবং প্রত্যক্ষদর্শীদেরও।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ঘটনাস্থলে ১৭টি ইউনিট পৌঁছেছে। তবে সবগুলো ইউনিট কাজ করতে পারছে না। বেশ কয়েকটি ইউনিট তৎপরতা চালাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লাগে। এতে ওই ভবনে আটকা পড়েন বহু মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।