মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অরুণচল প্রদেশ এবং তাইওয়ানকে চীনের ভূখন্ড হিসেবে না দেখানোয় বেইজিংয়ের শুল্ক কর্মকর্তারা ৩০ হাজার মানচিত্রকে পুড়িয়ে দিয়েছে। পূর্ব চীনের শানদং প্রদেশের শুল্ক কর্মকর্তারা এ সব মানচিত্র বিনষ্ট করে। পূর্ব চীনের আনহুরি প্রদেশের একটি কোম্পানি এ সব মানচিত্র প্রকাশ করেছিল। এ ছাড়া, এ গুলোকে অন্য একটি দেশে রফতানি করার ব্যবস্থা নেয়া হয়েছিল। ৮০৩ বাক্সে মোট ২৮ হাজার ৯০৮টি মানচিত্র ছিলো। অরুণাচল প্রদেশকে চীন নিজের ভূখন্ড হিসেবে গণ্য করে এবং একে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে নিয়মিত উল্লেখ করে চীন। পাশাপাশি অরুণাচলে ভারতীয় শীর্ষ নেতাদের সফরের বিরুদ্ধেও নিয়মিত প্রতিবাদ জানায় বেইজিং। অন্যদিকে অরুণাচলকে ভারত নিজের অবিচ্ছেদ অংশ হিসেবে মনে করে থাকে। এ ছাড়া, তাইওয়ানকেও চীন নিজের ভূখন্ড হিসেবে মনে করে। চীন-ভারত দীর্ঘ অভিন্ন সীমান্ত সত্যিকার নিয়ন্ত্রণ রেখা বা এলএসি নামে পরিচিত। অভিন্ন সীমান্ত সংকট সমাধানের লক্ষ্যে দেশ দু’টি এ পর্যন্ত ২১ দফা আলোচনায় বসেছে। চীনের সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মানচিত্রগুলো অন্য একটি দেশে রফতানি হওয়ার কথা ছিল। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।