Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যান্ডবলে সেরা বিজিবি-বিজেএমসি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ৮:১৩ পিএম | আপডেট : ৮:৩৭ পিএম, ২৬ মার্চ, ২০১৯

এম এ হামিদ স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মহিলায় বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি) সেরা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ৩৮-২২ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। ম্যাচসেরার পুরষ্কার পান চ্যাম্পিয়ন দলের  তাজুল ইসলাম। একই ভেন্যুতে বিকেলে অনুষ্ঠিত মহিলা বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে বিজেএমসি ২৯-২২ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বিজেএমসির সুশিলা। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন দেশসেরা দাবাড়– মহিলা আন্তর্জাতিক মাষ্টার রানী হামিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম ও সম্পাদক মো: মকবুল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যান্ডবল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ