Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে দুইটি হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ৩:৩৭ পিএম

ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান শুভ (২৪) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শুভ একই এলাকার মাহবুব হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহত শুভ রাজাপুর থানার দুইটি হত্যা মামলা ও ঢাকার রামপুরা থানার একটি অস্ত্র মামলার আসামী ছিল। ওই মামলায় দীর্ঘদিন কারাবাস করে সম্প্রতি সে জামিনে মুক্তি পায়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে শুভর বন্ধুরা মোবাইল ফোনে কল করে পিকনিেিকর কথা বলে শুভকে বাড়ির বাইরে নিয়ে যায়। রাত দশটার দিকে শুভ মা-বাবাকে জানায় রাতে সে বাড়ি ফিরবে না। মঙ্গলবার ফজরের দিকে পশ্চিম বড়ইয়া গ্রামের বিলেরবাড়ি এলাকার কলাকোপা মাঠে গোঙনির শব্দ পেয়ে প্রতিবেশি রেনু বেগম শুভকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে শুভ’র পিতা মাহবুব হাওলাদারকে খবর দেয়। মাহবুব হাওলাদার ঘটনাস্থল থেকে হাত-পা কাটা অবস্থায় শুভকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) প্রেরণ করে চিকিৎসকরা। শেবাচিম হাসপাতালে নেয়ার পথিমধ্যে গাবখান সেতু এলাকায় শুভর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুভর বাবা মাহাবুব হাওলাদার বলেন, পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তার একটি পা একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। রাজাপুর থানা পুলিশ জানায় শুভর নামে ২০১৫ সালে রাজাপুর থানায় কলেজ ছাত্র সোহেল রানা ও ২০১৮ সালে মাদরাসা ছাত্র শুক্কুর হাওলাদার হত্যা মামলা রয়েছে। হত্যা মামলার একটি তদন্ত করছে পিবিআই। অপরটি তদন্ত করছে রাজাপুর থানা পুলিশ। এছাড়া তার নামে ঢাকায় একটি অস্ত্র মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ