প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল তার বহুল আলোচিত সিনেমা ‘দিন-দ্য ডে’র শূটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। বুকের পাজরে তিনি প্রচণ্ড আঘাত পান। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে এখন তিনি বিশ্রামে আছেন। চিকিৎসকরা তাকে ছয় সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। এদিকে সিনেমার কাজ বন্ধ না করে তা চালিয়ে যেতে বলেছেন অনন্ত। তার কথা মতো, ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশ ও নির্মাতা মুর্তজা অতাশ জমজম শূটিং বহর নিয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন। দিন-দ্য ডে’র ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ বলেন, বহুল প্রতীক্ষিত দিন-দ্য ডে’র শূটিং শুরু হয়েছিল ফেব্রুয়ারির ২৭ তারিখে। গত ৪ মার্চ ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভ‚মি এলাকায় শূটিংরত অবস্থায় উটের পিঠ থেকে পড়ে মারাত্মক আহত হন আমাদের সিনেমার প্রাণপুরুষ অনন্ত। বুকের পাঁজরে মারাত্মক আঘাত পাওয়ায় দেশে ফিরেই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। বামরুনগ্রাদের চিকিৎসকরা তাকে অন্তত ৬ সপ্তাহ বিশ্রাম নেয়ার কথা জানিয়েছেন। তিনি জানান, সিনেমাটির প্রধান চরিত্র দীর্ঘদিন ধরে বিশ্রামে থাকাকালে এর কাজে যেন ব্যত্যয় না ঘটে সে জন্য ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও অনন্তর পরামর্শে শূটিং বহর নিয়ে ঢাকায় আসছেন নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত ভাই নিজেও চান তার অংশ ছাড়া বাকি শূটিং যেন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।