মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে দুই হিন্দু কিশোরীর অপহরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। তদন্তে এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল জানিয়েছেন তিনি।
এর আগে, গত বৃহষ্পতিবার হোলির দিন পাকিস্তানের সিন্ধ ঘোটকি জেলার দাহারকি তালুক থেকে দুই হিন্দু নাবালিকাকে অপহরণ করা হয়। পরে তাদের একটি ভিডিয়ো প্রকাশিত হয়, যেখানে মেয়ে দুটি দাবি করেছে যে স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করেছে তারা। তবে তাদের এই বক্তব্য জোর করে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। জোর করে তাদের ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দুই তরুণীর ভাই।
এ ঘটনায় সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রীকে তদন্তের নির্দেশ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘পাকিস্তানের জাতীয় পতাকায় সাদা রং সংখ্যালঘুদের প্রতীক, তাদের রক্ষা করা আমাদের কর্তব্য।’ পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের নেতা মুখি শিব মেনঘোয়ার বলেছেন, ‘স্বেচ্ছায় নয়, জোর করে ওদের ইসলাম নিতে বাধ্য করা হয়েছে।’ সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।