Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সন্তানসহ গৃহবধূ উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১১:১৯ এএম

খুলনায় এক অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃতা গৃহবধূ ও ৪ তার বছরের শিশু সন্তানকে উদ্ধার করেছে র‌্যাব-৬।
র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ওই গৃহবধূ তার ৪ বছরের শিশু সন্তানসহ ঢাকা থেকে খুলনায় বড় বোনের বাসায় বেড়াতে আসার সময় পথিমধ্যে অহিদুর ইসলাম সোহেল (৩২) নামে এক যুবকসহ অজ্ঞাত আরো ২/৩ জন মিলে তাকে অপহরণ করে। অহিদুর রহমান গৃহবধূকে আটকে রেখে তার শিশু সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে৷ এই ঘটনায় গৃহবধূর স্বামী র‍্যাব-৬, খুলনাতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতার ও অপহৃতাকে শিশু সন্তানসহ উদ্ধারে অভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে ১৯ মার্চ বিকেলে খুলনার সদর থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে মোঃ অহিদুর ইসলাম সোহেলকে গ্রেফতার করে। একই সাথে গৃহবধূ ও শিশু সন্তানকে উদ্ধার করা হয়।
গ্রেফতার সোহেল শিপইয়ার্ড এলাকার আব্দুল হামিদের ছেলে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ